স্টফ রিপোর্টার : কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের দরবারপুর এলাকায় এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ কয়েকজন আওয়ামী লীগ কর্মী এই ঘটনা ঘটিয়েছে বলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে।
অভিযোগটি দায়ের করেছেন গুরুতর জখম বোরহান উদ্দিনের ছেলে শিক্ষার্থী নাঈম হাসান। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ৪ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার দরবারপুর এলাকায় ভূক্তভোগির বাড়ির সামনে।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিপক্ষের স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও অভিযোগকারীর চাচা এবং চাচাতো ভাইদের সাথে বহু আগে থেকেই জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছিল।
এরই জেরে গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে একই এলাকার প্রতিপক্ষের মৃত সুরুজ আলীর ছেলে মো. আবুল কাশেম, মো. আবুবাক্কার, মো. আবুসাঈদ, আবু সাঈদের ছেলে মো. সাকিব, আ. রউফের ছেলে মো. নজরুল দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে বোরহান উদ্দিনের উপর হামলা চালিয়ে তাকে মাথায়-কানে কুপিয়ে গুরুতর জখম ও লাঠিসোটা দিয়ে বেদম মারপিট করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা বোরহান উদ্দিনকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে আহতের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান করেন।
গুরুতর জখম বোরহানউদ্দিন বর্তমানে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।