প্রতিনিধি, হবিগঞ্জ : গত শুক্রবার রাতে হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী মিষ্টির দোকান আদি গোপালে অস্ত্রের মুখে ডাকাতি এবং বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেবের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে হয়েছে। এছাড়া সম্প্রতি হবিগঞ্জ শহরের শাওমি, স্যামসাং মোবাইলের শোরুমসহ বিভিন্ন দোকান পাট ও বাসাবাড়িতে চুরির খবর পাওয়া গেছে।
এসব চুরি ডাকাতির সাথে যুক্ত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা এবং সারা দেশে প্রতিমা ও মাজার ভাঙ্গচুরকারীদের এবং প্রতিমা ও মাজার ভাঙ্গচূরের উসকানি দাতাদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে যুক্ত বিবৃতি দিয়েছেন নাগরিক আন্দোলন, হবিগঞ্জ জেলার সংগঠক মোশারফ হোসেন খাঁন শান্ত, এডভোকেট কামরুল ইসলাম, শফিকুল ইসলাম, জাফর আলী, সামছুর রহমান ও শংকর শূক্লবৈধ্য।