প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ) জামাল আহমেদ : কিশোরগঞ্জের ভৈরবে পৌর যুবলীগ নেতা মাসুম মিয়াকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল শনিবার (৫ অক্টোবর) রাত ৩টায় শহরের তাঁতারকান্দি এলাকা থেকে মাসুমকে ও দুপুরে রাফিকে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ।
আটককৃত নেতা মাসুম মিয়া পৌর যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক। তিনি তাতারকান্দি এলাকার মতি মিয়ার ছেলে। অপর আসামি পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার ফজলু মিয়ার ছেলে মো. রাফি মিয়া। সে স্বেচ্ছাসেবকলীগের একজন সক্রীয় কর্মী।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর ভৈরব ছেড়ে পালিয়ে যায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ভৈরব থানায় ২টি ও কিশোরগঞ্জ আদালতে ১টিসহ মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে শীর্ষ নেতাদের ভৈরবে দেখা যায়নি।
২৭ আগস্ট মঙ্গলবার সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে ৯৩ জনের নাম উল্লেখ করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার মৃত মতি মিয়ার ছেলে রুবেল মিয়া।
অপরটি ২৮ আগস্ট সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিসিবি’র সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে ১৪০ জনের নাম উল্লেখ্য করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন ভৈরব পৌর শহরের কমলপুর সরকার বাড়ি এলাকার হাজী আরব মিয়ার ছেলে আলম সরকার। তিনি কমলপুর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
১ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বিঘœকারী আপরাধ (দ্রæত বিচার) ট্রাইব্যুনালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বর আহত ট্রাক চালক মামুন মিয়া। ওই মামলায় সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী ও বিসিবি’র সাবেক সভাপতি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে ১১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।
এদিকে ৪ ও ৫ অক্টোবর ভৈরবের শীর্ষ নেতাদের বাড়িতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বর আহত মামুন মিয়ার মামলায় পৌর যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক মাসুম মিয়া ও আওয়ামী লীগ নেতা রাফিকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, মাসুম মিয়া ও রাফি কিশোরগঞ্জ আদালতে করা মামলার আসামি। তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। মাসুম ও রাফিকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।