স্টাফ রিপোর্টার : গতকাল ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ নির্বাচনের কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মোরশেদ আলম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এমদাদুল হক জুটন আনারস, একে এম দিদারুল হক দোয়াত-কলম, রফিকুল ইসলাম রেনু মোটরসাইকেল একে এম হাবিবুর রহমান চন্নু হেলিকপ্টর, হাজী মকবুল কৈ মাছ, পেয়েছেন। উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে আতাউর রহমান উড়োজাহাজ, ফজলুর হক তালা, হারুন রশীদ মাইক এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামছুনাহার আপেল , ললিতা আক্তার ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক বরাদ্দের আগে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নির্বাচনি আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন , ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।