এই দিনের ছড়া
আরামদায়ক গদি
সুবীর বসাক
সুখে নিদ্রা যাই যে পেয়ে
আরামদায়ক গদি
জন্ম থেকে এতো যে সুখ
পাইনি অদ্যাবধি।
এই গদিতে বসলে পরে
হাতের মুঠোয় সব
চামচারা যে করছে ঘিরে
স্তুতির কলরব।
এই সুখ কি খুব সহজে
ছাড়তে আমি পারি?
গদি দখল নিয়ে তাইতো
চলছে মারামারি।
থাকবে জানি ততদিন তো
দখলে এই গদি
যতক্ষণ না ঘাড় ধরে কেউ
নামায় আমায় যদি।