প্রতিনিধি, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের পালের বাজারে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার রাতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট আল ফাতাহ্ খানের নির্দেশে এই সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে পাঁচভাগ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সদস্য নজরুল ইসলাম খান মেম্বার, আফজারুল ইসলাম উজ্জ্বল, ইউনিয়ন বিএনপি নেতা মানিক মেম্বার, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, পাঁচভাগ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অলি আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি ও তার অঙ্গসংগঠনে মাদকসেবী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাঁই হবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।