প্রতিনিধি, কটিয়াদী, ফজলুল হক জোয়ারদার : কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রসাশনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়েরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মস‚য়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, কটিয়াদী প্রেসক্লাবের সদস্য-সচিব মাইনুল হক মেনু প্রমুখ।