প্রতিনিধি, পাকুন্দিয়া, মুহিব্বুল্লাহ বচ্চন : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের হয় ও পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. মামুন সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. দৌলত হোসেন ভ‚ইয়া, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।