স্টাফ রিপোর্টার, হোসেনপুর, উজ্জ্বল সরকার : কিশোরগঞ্জের হোসেনপুরে ইসলামিক ম্যুরাল ক্যালিওগ্রাফি ভাঙচুরের ঘটনায় জড়িত মো. রাকিবুল হাসান তুষার নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গত শনিবার রাতে পুলিশ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটককৃত ওই যুবক কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকার আবু বকর সিদ্দিকীর ছেলে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন ও ছাত্ররা বিক্ষোভ মিছিল করেছে।
পুলিশ জানায়, গত শুক্রবার (৪ অক্টোবর) হোসেনপুর পৌর এলাকার হাসপাতাল মোড়ে নব-নির্মিত জাতির পিতা ইব্রাহিম (আ.) সরণিতে স্থাপিত কালিমা শাহাদাত লিখিত ইসলামিক ম্যুরাল ক্যালিওগ্রাফি ভাঙচুরের চেষ্টার ঘটনা ঘটে।
এ ঘটনায় মো. ইয়াসির আরাফাত বাদী হয়ে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় এ কাজে জড়িত যুবক মো. রাকিবুল হাসান তুষারকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে সে ঘটনার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।