স্টাফ রিপোর্টার, উজ্জ্বল সরকার, হোসেনপুর থেকে : হোসেনপুরে যুবলীগ নেতা শফিউদ্দিন সরকার বাচ্চু(৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় হোসেনপুর পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গত উপজেলা পরিষদ নির্বাচনে শফিউদ্দিন সরকার বাচ্চু ভাইসচেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। তিনি উপজেলার হারেঞ্জা গ্রামের মুসলেহ উদ্দিন সরকারের পুত্র।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।