স্টাফ রিপোর্টার, কাঞ্চন সিকদার : কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের দরবারপুর গ্রামের মো. বোরহান উদ্দিন তার চাচা অ্যাডভোকেট আব্দুল কুদ্দুছের কাছ থেকে ২০০৭ সালে ৬ শতাংশ বাড়ি কিনেছিলেন। আব্দুল কুদ্দুছ মারা যাওয়ার পর মতলবপুর মৌজার ৩১০ নম্বর এসএ খতিয়ানের ২৫২০ নং আরএস দাগের ৬ শতাংশ বাড়িটি আব্দুল কুদ্দুছের দুই ছেলে ইমরুল কায়েস ও তৌফিক জিয়াদ ২০২০ সালে রেজিস্ট্রি করে দেন। বাড়িটি মো. বোরহান উদ্দিনের নামে খারিজও করা হয়।
কিন্তু এখন মো. বোরহানের অপর এক চাচার সুরুজ আলীর তিন ছেলে আবুল কাশেম, আবু বাক্কার ও আবু সাঈদ বাড়িটির দখল থেকে মো. বোরহানকে উচ্ছেদ করে দেন। দখল না ছাড়ায় গত ২৯ সেপ্টেম্ববর বোরহান উদ্দিন সেনাক্যাম্পে লিখিত অভিযোগ দেন।
এতে ক্ষিপ্ত হয়ে মো. বোরহান উদ্দিনকে গত শুক্রবার সকালে বাড়ির কাছেই মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয়। বর্তমানে তিনি শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মো. বোরহান উদ্দিনের ছেলে তেজগাঁও কলেজের মাস্টার্সের ছাত্র নাঈম হাসান ওই দিনই সদর থানায় হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
এলাকায় গিয়ে দেখা গেছে, মো. বোরহান উদ্দিনের জায়গার ওপর হামলাকারী মো. আবু সাঈদের একটি টিনের ঘর বাঁধা রয়েছে। হামলাকারীরা এখন পলাতক। মো. বোরহান উদ্দিন তার ওপর হামলার বিচার চান এবং বাড়ির দখল কামনা করেছেন।