স্টাফ রিপোর্টর : ‘প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার” এ প্রতিপাদ্যে সারা বিশ্বের ন্যায় কিশোরগঞ্জ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ উদযাপিত হয়েছে। জেলা শিশু একাডেমির আয়োজনে জেলা প্রশাসন সহযোগিতায় আলোচনা সভা, সংগীত, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, হাতের লেখা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠান মালায় শিশু অধিকার সাপ্তাহ শেষ হয়েছে।
গতকাল সোমবার অনুষ্ঠানের সমাপনী দিন বিকেলে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল হামিদ ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তায়েফা হাছিনা’রর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুরুদয়াল সরকারি কলেজের রাষ্ট্র-বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোঃ কামরুজ্জান, জেলা শিশু একাডেমি পরিচালনা কমিটির সদস্য খালেদা ইসলাম, জেলা সরকারি গণগন্থাগারের সহকারি পরিচাল আজিজুল হক।
শিশুদের মাঝে বক্তব্য রাখে কিশোরগঞ্জ এইউ কামিল মাদ্রসার ছাত্র জাতীয় শিশু পুরস্কার প্রাপ্ত সালমান ফারসি মিতুল ও সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের ছাত্র শুভশ্রী সাহা। আলোচনা শেষে অতিথিদ্বয় ৭০ জন বিজয়ী শিশুর মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রিয়ান আবুল কালাম আজাদ।