এই দিনের ছড়া
ভাঙাভাঙির খেলা
সুবীর বসাক
ভাঙছে নদী, ভাঙছে বাড়ি
ভাঙছে শহর-গ্রাম
ভাঙাভাঙির এই যে খেলা
চলছে অবিরাম।
দুর্ঘটনায় ভাঙে কারো
বুক-পিঠের হাড়
দুই সতিনে ঝগড়া লেগে
ভাঙে যে সংসার।
কেউ বা দেখি ভয় যে দেখায়
ভাঙবে হাঁড়ি হাটে
শোনার পরে নিদ্রা হারাম
উদ্বেগে দিন কাটে।
মূর্তি ভেঙে কেউ তো দেখি
কেয়ার করে থোড়া
মন ভাঙলে জানি সবাই
লাগে না আর জোড়া।