প্রতিনিধি কটিয়াদী : কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরে আইকনিক এয়ার ট্রাভেলস্ এজেন্সির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন হাজেরা মার্কেটের দ্বিতীয় তলায় জাকজমক ভাবে এর উদ্বোধন করেন এজেন্সির স্বত্বাধিকারী মোঃ কবির মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরুজ্জামান মামুন, সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান মিঠু, উপজেলা বিএনপি নেতা আব্দুর রহমান বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন,
পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মিলন, সমাজসেবক সৈয়দুজ্জামান, আঃ হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবু মিয়া, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান উবায়দুরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আইকনিক এয়ার ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী মোঃ কবির মোল্লা জানান, এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিশ্বব্যাপী এয়ার টিকেটিং, ট্যুরিস্ট ভিসা প্রসেসিং, বিশ্বের যেকোন দেশে গমন, ট্যুর প্যাকেজ, ট্রান্সপোর্ট, হোটেল বুকিং, স্টুডেন্ট ভিসা প্রসেসিং, মেডিকেল ভিসা প্রসেসিং, হজ্ব ও ওমরাহ, পাসপোর্টের আবেদনসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ট্যুর সংক্রান্ত সকল প্রকার সেবা প্রদান করা হবে।