প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ) আব্দুর রহমান রিপন : কিশোরগঞ্জের নিকলীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুস্ত ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় নিকলী কেন্দ্রীয় দূর্গা মন্ডপে বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাজী মাসুক মিয়ার অর্থায়নে বস্ত্র বিতরণ করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু।
আরো উপস্থিত ছিলেন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার কফিল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম হেলিম তালুকদার, যুগ্ম আহবায়ক তাপস সাহা অপু, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: রিদয় হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈকত কবির নাদিম, সার্বিক তত্ত¡াবধানে ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাজী মনিরুল ইসলাম, এসময় ২০০টি শাড়ি বিতরণ করা হয়।
বক্তাগণ বলেন, এ ধরনের সমাজসেবা মূল কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং দুর্গাপূজায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এ বিষয়ে দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।