প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ) আব্দুর রহমান রিপন : কিশোরগঞ্জের নিকলীতে দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সাথে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় লোকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ফৌজিয়া খান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার সকল সরকারি কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা উপজেলা আর্মি ক্যাম্পের মেজর জুনায়েদ চৌধুরী, নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল মোমেন মিঠু, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কফিল উদ্দিন, মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোজাম্মেল হক আবির, বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলিম তালুকদার ও সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসক ফৌজিয়া খান সকলের উদ্দেশ্যে বলেন, নিকলী উপজেলায় ১৩টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দলমত নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারও আহŸান জানান।