এই দিনের ছড়া
সুখবর নেই
সুবীর বসাক
রাস্তায় বের হলে
প্রাণভয়ে থাকি
কখন যে ওড়ে বুঝি
যায় প্রাণপাখি।
দেশজুড়ে মামলার
এতো ছড়াছড়ি
কখন যে পরে কার
কোমরেতে দড়ি।
মানুষের আশা ছিলো
এইবার হবে
সুদিনের মুখ তারা
দেখবে যে কবে।
কিন্তু যে কোত্থাও
সুখবর নেই
যেই লাউ সেই কদু
তফাতটা এই।