প্রতিনিধি, ভৈরব, জামাল আহমেদ : কিশোরগঞ্জের ভৈরবে চামড়া শিল্পের সামাজিক ও পরিবেশগত মান উন্নয়ন নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ হলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়ে।
‘বিল্ডিং এ সাসটেইনেবল লেদার ইন বাংলাদেশ’-এর আয়োজনে পাদুকা শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী, কারখানা মালিক ও শ্রমিকসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। এসময় শ্রমিকের অধিকার আদায় ও চামড়া শিল্পের মান উন্নয়ন নিয়ে গুরুত্বপ‚র্ণ নানা দিক তুলে ধরে বক্তব্য দেন আলোচকরা।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদয়ান আহমদে রাফি, বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী মো. রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বোদন তৈয়বা, পাদুকা কারখানা মালিক সমিতির সভাপতি মো. আল আমিনসহ সংস্থা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।