স্টাফ রিপোর্টার, এম এ আকবর খন্দকার : কিশোরগঞ্জ সদর উপজেলার ১নং রশিদাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক মিয়ার পদত্যাগ ও সদস্যপদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। গতকাল বুধবার দুপুরে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে কয়েক হাজার নারী-পুরুষ এ মানববন্ধন কর্মস‚চিতে অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, ফারুক মিয়া উক্ত ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন অপরাধে জড়িত হওয়ায় তার বিরুদ্ধে কিশোরগঞ্জ থানা ও কোর্টে ফৌজদারি দেওয়ানী কার্যবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। অপরাধম‚লক কর্মকান্ডেপ জড়িত সমাজের চোখে অপরাধীকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করলে ইউনিয়নের সর্বত্র অপরাধ প্রবণতা বেড়ে যাবে বলে দাবি করেন বক্তরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য জাহেদুল ইসলাম, মোখলেসুর রহমান, আব্দুল হেকিম, রমজান আল রবিন, সংরক্ষিত আসনের মহিলা সদস্য স্বপ্না আক্তার, বিলকিস আক্তার, বিশিষ্ট সমাজ সেবক আলা উদ্দিন, মতিউর রহমান গ্রাম সরকার, ব্যবসায়ী ফরিদ মিয়া প্রমুখ।
মানববন্ধন শেষে সংরক্ষিত মহিলা সদস্য লিপি আক্তারের পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অপরাধী ফারুকের বিরুদ্ধে ¯েøাগানের মাধোমে বিক্ষোভ প্রদর্শন করে।