স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে ঢাকায় গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প এবং র্যাব-১ উত্তরা ক্যাম্পের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে গতকাল বুধবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে তাকে ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে হামলা ও হত্যার ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় ৮নং আসামি তিনি।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়ার্ডন লিডার মো. আশরাফুল কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা ডিবির নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি বিজয়ী হয়েছিলেন।