এই দিনের ছড়া
দুর্গা এলো ঘরে
সুবীর বসাক
পূজোর ছুটি এলে সবার
আনন্দে মন ভরে
লটবহর যে সঙ্গে নিয়ে
দুর্গা এলো ঘরে।
মÐপেতে কাঁসর বাজে
বাজে যে ঢোল-ঢাক
জমানো সব দু:খ-ব্যথা
শিকেয় তোলা থাক।
এবার পূজা অন্যরকম
ভিন্ন পরিবেশ
আতঙ্ক নয় সম্প্রীতিতে
ভরে ওঠুক দেশ।
দুর্গা মাগো তোমার কাছে
মিনতি একটাই
অসুর বিনাশ শেষে যেন
সুরের দেখা পাই।