স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে কিশোরগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজুল কায়সার সিউবিøউমূলে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
এর আগে পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা এবং হত্যার ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় দায়েরকৃত দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করে বলে জিআরও অফিসসূত্রে সূত্র জানা যায়।
উল্লেখ্য, র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প এবং র্যাব-১ উত্তরা ক্যাম্পের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে গত বুধবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে তাকে ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে হামলা ও হত্যার ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি হিসেবে তাকে আটক করা হয়।
বুধবার রাতেই তাকে কিশোরগঞ্জে আনা হয়। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সোহরাব উদ্দিন বিজয়ী হয়েছিলেন। তিনি বর্তমানে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।