ভ্রাম্যমাণ প্রতিনিধি : গত বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে চরশোলাকিয়া এলাকার সাংবাদিক আনোয়ার হোসেন বাচ্চুর বাসায় বিদ্যুতের পাঁচটি সার্ভিস তার চুরি হয়েছে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
তাদের দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাছে যেন দ্রুত চোরকে আটক এবং মালামাল উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করে। চোরের উৎপাত থেকে শহরবাসীকে নিরাপদ রাখতে যেন প্রয়োজনীয ব্যবস্থা নেয়া হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি শ্যামল মিয়া জানান, চুরি-ছিনতাইয়ের মত ঘটনা রোধে আমরা সবসময় সচেষ্ট আছি। যারা এসব চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো।