এই দিনের ছড়া
মিলেজুলে খাই
সুবীর বসাক
এ ব্যাপারে সহমত
মোরা ভাই ভাই
যাহা পাই চেটেপুটে
মিলেজুলে খাই।
পথে-ঘাটে যত হয়
আদায় যে চাঁদা
আধা ভাগ খায় ভাই
অর্ধেক দাদা।
ভুলে যাই রাজনীতি
কে বা কোন্ দল
নেমে পড়ি লুটপাটে
খেয়ে আদা-জল।
খাই খাই করি ভাই
খাই মিলেজুলে
নীতিকথা বহু আগে
খেয়েছি যে গুলে।