ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মিজানুর রহমান : পাকুন্দিয়ার ছোট আজলদীতে সোনার বাংলা একতা যুব সংঘের উদ্যোগে আরাফাত রহমান কোকোর স্বরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছ। গতকাল শুক্রবার বিকেলে পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের ছোট আজলদী হাই স্কুল মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
নারান্দী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ শাফি উদ্দিন পাঠানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকব দলের কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ক্রীড়ানুরাগী মোঃ মোকাররম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারান্দী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোজাম্মেল হক বিপুল, চন্ডিপাশা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ খুর্শিদ উদ্দিন, পুলেরঘাট আঞ্চলিক বিএনপি নেতা ফারুক, পাকুন্দিয়া উপজেলা যুবদল নেতা নুরুল বাশার অপু, পুলেরঘাট আঞ্চলিক স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সেলিম, পুলেরঘাট আঞ্চলিক যুবদল নেতা রাজু আহমেদ তুষার, মোঃ রোমান মিয়া, মোঃ জসিম প্রমুখ।
আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে উত্তেজনাপূর্ণ উদ্বোধনী খেলায় সাদা দল ১-০ লাল দলকে পরাজিত করে।