মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে নরসুন্দা নদীতে নিখোঁজ ছাত্রলীগ নেতার অর্ধগলিত লাশ মিলল ২৫ দিন পর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৪৫ Time View

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জে নিখোঁজের ২৫ দিন পর সন্দেহভাজন আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে টানা দুইদিন অনুসন্ধান চালিয়ে গতকাল বিকেলে নিখোঁজ হওয়া ছাত্রলীগ নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত নরসুন্দা নদীতে উদ্ধার অভিযান চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত লুঙ্গি, ভাড়া বাসার চাবি ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয় বলে জানিয়েছিল পুলিশ।
মৃত ছাত্রলীগ নেতার নাম মোখলেছ উদ্দিন ভ‚ইয়া (২৫)। তিনি জেলার মিঠামইন উপজেলার কেওরজোড় ইউনিয়নের ফুলপুর গ্রামের কৃষক মকবুল হোসেনের ছেলে। মোখলেছ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে স¤প্রতি বাংলা বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ ছাড়া জেলা জজ আদালতের একজন পেশকারের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার প্রতিনিধিকে বলেন, ‘গত সোমবার থেকে উদ্ধার অভিযান চলছিল। গতকাল (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ পৌরসভা কার্যালয়ের পেছনে নরসুন্দা নদীর ফুট ওভারব্রিজের নিচে ভাসমান অবস্থায় অর্ধগলিত মরদেহের সন্ধান পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
ছাত্রলীগ নেতা মোখলেছ নিখোঁজের ঘটনায় তাঁর বন্ধুসহ চারজনকে আটকের পর চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। ওই ছাত্রলীগ নেতাকে গলা কেটে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে তথ্য দিয়েছিলেন তাঁর বন্ধু। এ তথ্যের ভিত্তিতে গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত নদীতে নিখোঁজের সন্ধানে অভিযান পরিচালনা করে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মোখলেছ জেলা শহরের হারুয়া বৌবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আশপাশের সিসিটিভি ক্যামেরায় গত ২৯ মার্চ সর্বশেষ মোখলেছকে দেখা যায়। এ দিকে নিখোঁজের দিনের সিসিটিভি ফুটেজে মোখলেছের বন্ধুকে দেখা যাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর পরিবারের ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোখলেছের বন্ধু মিঠামইনের কেওয়ারজুর ইউনিয়ন ফুলপুর গ্রামের মিজান শেখ (২৮), তার বাবা শেফুল শেখ (৬৫) ও মিজানের দুই ভাই মারজান শেখ (২৬) ও রায়হান শেখ (২১)। গত শনিবার তাদের আটক করা হয়। নিখোঁজ মোখলেছের বড় ভাই মিজানুর রহমান বলেন, গত ২৯ মার্চ পাগলা মসজিদে তারাবির নামাজ পড়ে ফেরার পথে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ৩১ মার্চ সদর থানায় সাধারণ ডায়েরি করি। মোখলেছ ও মিজান বন্ধু। মোখলেছ নিখোঁজের পর মিজানকে জিজ্ঞাসা করেও কোনো সদুত্তর পায়নি। বরং নির্লিপ্তভাবে তাকে এড়িয়ে চলছিলেন। পরবর্তীতে পুলিশ মোখলেছের ভাড়া বাসার পাশের সিসিটিভি ফুটেজ অনুসন্ধান করে ওই দিন মিজানকে ওই এলাকায় দেখা যায়।
সিসিটিভি ফুটেজের বর্ণনা দিয়ে নিখোঁজের বড় ভাই মিজান বলেন, ‘আমরা হারুয়া টপ টেনের দোকান থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। পাগলা মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে মোখলেছ বাসায় যাচ্ছিল। সে যে বাসায় থাকত তার কাছাকাছি একটা ব্যবসা প্রতিষ্ঠানের ফুটেজে দেখা গেছে, ২৯ মার্চ রাত ৯টা ৪৪ মিনিটে মোখলেছ হেঁটে বাসায় ফিরছে। কিছুটা দ‚রত্ব বজায় রেখে পেছন থেকে হেঁটে আসছে মিজান। অথচ মিজান হারুয়া এলাকায় থাকে না।’ পরে গত ১৬ এপ্রিল কিশোরগঞ্জ মডেল থানায় মিজান ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে অপহরণের মামলা করেন তিনি।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন- কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি হয় যে মোখলেছ নিখোঁজ। এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। পরে নিখোঁজের পরিবার থেকে অপহরণের মামলা করা হয়। এর ভিত্তিতে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার কথা স্বীকার করে। পুলিশ সুপার আরও বলেন, আটক মিজানের বক্তব্য অনুযায়ী মোখলেছকে হত্যা করে নরসুন্দা নদীর ফুট ওভার ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়েছিল। গত সোমবার থেকে সেখানে উদ্ধার অভিযান চালানো হয়। অবশেষে গতকাল বিকেলে অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। এর আগে আটক চার আসামির দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সকাল থেকে পুলিশ ডুবুরিদের সাহায্যে উদ্ধার কার্যক্রম শুরু করে। গত তিনমাস ধরে মোখলেছ কিশোরগঞ্জ শহরের হারুয়া বউ বাজার এলাকার চুন্নু মিয়ার বাসায় ভাড়ায় থাকতেন। গত ২৯ মার্চ ভাড়া বাসা থেকে আনুমানিক রাত ৯ টার দিকে নিঁখোজ হন তিনি।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty