প্রতিনিধি, হোসেনপুর (কিশোরগঞ্জ) উজ্জ্বল সরকার : কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় চলতি মৌসুমে ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৮ হাজার চারশত ৭৬ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও স্থানীয় কৃষি অফিস।
আমন ধানে ইদুর ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করার জন্য হোসেনপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের রোপন পরবর্তী সময় থেকেই পরামর্শ দিয়ে আসছে। সম্প্রতি সময়ে মেঘলা আবহাওয়া থাকায় মাজরা পোকা বৃদ্ধির আশঙ্কায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হোসেনপুর উপজেলায় মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসারগন মাজরাপোকা, বাদামী গাছ ফড়িং, পাতামোড়ানো পোকা দমনে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করে যাচ্ছে। পাশাপাশি ইঁদুর দমনে ইঁদুর নিধন কৌশল বিষয়ক লিফলেট কৃষকদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ. কে. এম. শাহজাহান কবির জানান, বেশ কিছু দিন যাবত আবহাওয়া মেঘলা থাকায় পোকামাকড় আক্রমণের অনূকুল পরিবেশ বিদ্যমান থাকায় কৃষকরা যেন সঠিক কীটনাশক সঠিক সময়ে সঠিক পরিমাণে তাদের জমিতে প্রয়োগ করতে পারে সেই উদ্দেশ্যেই কৃষি বিভাগ সচেতনা মূলক লিফলেট বিতরণ করে যাচ্ছে। তা ছাড়া সার্বক্ষণিক কৃষি পরামর্শ সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপ-সহকারী কৃষি অফিসারগন ছুটি দিনেও মাঠে কাজ করে যাচ্ছেন।
গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) জেলা কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ হোসেনপুর উপজেলার রোপা আমন ধানের বিভিন্ন মাঠ পরিদর্শনে গিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেন।