স্টাফ রিপোর্টার : বরেণ্য শিক্ষক, প্রাবন্ধিক, সাংবাদিক আবু খালেদ পাঠান এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের হোটেল শেরাটনের সম্মেলন কক্ষে শব্দ স্রোত-এর আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
আবু খালেদ পাঠান এর প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সোহরাব পাশা। সভাপতিত্ব করেন সাহিত্য ও সংস্কৃতি সংগঠন ‘জেগে ওঠো নরসুন্দা’র নির্বাহী পরিচালক আবুল এহসান অপু।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, সিনিয়র সাংবাদিক ম. আ. লতিফ, দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও জেগে ওঠো নরসুন্দা’র প্রধান পৃষ্ঠপোষক আহমেদ উল্লাহ, শিক্ষক অণিল চন্দ্র পন্ডিত, খালেদা ইসলাম।
আলোচনা ও স্মরণ সভায় আবু খালেদ পাঠান এর কর্ম ও জীবনের উপর বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী, অধ্যাপক শাহজাহান শাজু, ডা. সুশীল কুমার শীল, কবি আসাদুজ্জামান আসাদ, বিজন বণিক, প্রভাষক কায়সার আহমেদ, কবি পারভেজ, মোঃ হোসেন আলী, আবুল হোসেন, শাহীন লতিফ প্রমুখ।
আবু খালেদ পাঠান এর পরিবারের পক্ষে বক্তব্য রাখেন, ডা. নৌশাদ কায়সার পাঠান ও লায়লা ইয়াসমিন।
স্মরণ সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শব্দ স্রোত এর সম্পাদক বাবুল রেজা। সঞ্চানলনায় ছিলেন কবি সুভাষ চন্দ্র রায়।