এই দিনের ছড়া
বন্দিরা অধরা
সুবীর বসাক
বন্দিরা সব পালিয়ে গেলো
কয়েক শত-হাজার
দÐপ্রাপ্ত ছিলো, কেউ বা
অপেক্ষাতে সাজার।
কারাগার যে ভাঙলো তারা
দুর্ধর্ষ সব জঙ্গি
অস্ত্র লুটে পালিয়ে গেলো
নিয়ে তাদের সঙ্গী।
বেশিরভাগই অধরা যে
হয় যে তারা হুমকি
শান্তিপ্রিয় জনগণের
কাড়ে চোখের ঘুম কী!
অভিযান যে চালিয়ে দ্রæত
হবে তাদের ধরতে
সমাজটাকে হবে সবার
বাসযোগ্য করতে।