প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) আবু হানিফ : পাকুন্দিয়ায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজাঁমন্ডপ পরিদর্শন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান।
এ সময় তিনি দুর্গাপূজার সার্বিক ব্যস্থাপনার খোঁজ খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদের সঙ্গে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
গতকাল শনিবার সন্ধ্যায় পাকুন্দিয়া পৌরসভার শ্রী শ্রী পাগল নাথ দেবালয়, শ্রী ভারত ব্রাহ্মচারী সিদ্বাশ্রম বরাটিয়াসহ আরও বেশ কয়েকটি মন্ডপ ঘুরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাছান চৌধুরী, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন, পাকুন্দিয়া সহকারী কমিশনার ভূমি মামুন সরকার, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ সাখাওয়াৎ হোসেন,
পাকুন্দিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি পলাশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক দিলীপ রবি দাস, পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আঃ কদ্দূুছ প্রমুখ।