স্টাফ রিপোর্টার, আব্দুল কাদির : ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি, ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে র্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ফৌজিয়া খান।
পরে জেলা প্রশাসকের নেতৃত্বে ও কিশোরগঞ্জ জেলার ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমানের তত্ত্বাবধানে র্যালিটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট, রোভার স্কাউট ও বিএনসিসিসহ ত্রাণ এবং পূনর্বাসন অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
পরে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় ফায়ার সার্ভিস বিগ্রেডের তত্ত্বাবধানে কলেজ মাঠে রেডক্রিসেন্ট, রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা অংশগ্রহণ করেন। সবশেষে ওই স্থানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। তিনি ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক দুর্যোগ মোকাবেলায় বাস্তবতার আলোকে বিভিন্ন প্রাসঙ্গিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম।
জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন ও ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজ হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, পাথ ফাইন্ডার এনজিও’র জেলা কো-অর্ডিনেটর মো. কামরুল ইসলাস, সদর উপজেলা পিআইও অফিসের মো. আনিছুজ্জামান, জেলা ত্রাণ অফিসের ওয়ারলেস অপারেটর মো. সোহেল মিয়া প্রমুখ।