এই দিনের ছড়া
ইলিশের পিস
সুবীর বসাক
টুকরো করে কিনতে পারো
নিয়ম হলো চালু
ইচ্ছে হলে পারবে খেতে
ভাগে মামু-খালু।
মাছের দাম আকাশছোঁয়া
আস্ত কেনা দায়
এক ইলিশে পকেট খালি
খেতে তো মন চায়।
কিনবো এখন মাথা গুনে
টুকরো লাগে চার
এ কটা পিস ওজন দেবো
এর বেশি না আর।
হিসেব করি দাম পড়ে যে
দেড়শ টাকা পিস
ইচ্ছে করে ইলিশ ধরে
গালেতে দিই কিস্।