এই দিনের ছড়া
অভাবের সংসার
সুবীর বসাক
বাজার গিয়ে শাকসবজি
হয় না কিছু কেনা
পকেট থাকে প্রায়ই খালি
বাড়ে যে ধারদেনা।
পটল-আলু শিম-কচুতে
যায় না দেয়া হাত
দাম শুনে যে পড়লো যেন
মাথায় বজ্রপাত।
পুষ্টি বাড়ে এসব খেলে
না খেয়েই তো আছি
প্রোটিন আর ভিটামিনের
ঘাটতি নিয়ে বাঁচি।
অভাবেরই সংসারেতে
টানাপোড়েন নানা
কেমনে বাঁচি- আছে কি ভাই
উপায় কারো জানা?