স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক দুর্জয় রায়কে গ্রেফতার করেছে র্যাব-১৪। গতকাল বুধবার (১৬ অক্টোবর) বিকাল তিনটার দিকে তাকে জেলা শহরের নগুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ার্ডন লিডার মো. আশরাফুল কবির স্বাক্ষরিত প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট জেলা শহের বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিলের ওপর হামলা চালানো হয়।
মিছিলকারীরা আত্মরক্ষার্থে পার্শ্ববর্তী সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা পেট্রোল ঢেলে উক্ত বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় অগ্নিদগ্ধ হয়ে উক্ত বাড়িতে থাকা জুলফিকার হোসাইন ও অঞ্জনা মারা যান। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
গ্রেফতার দুর্জয় উক্ত মামলার এজাহারনামীয় আসামি এবং তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবসূত্র জানায়।