স্টাফ রিপোর্টার, শামসুল আলম সেলিম : বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর বহু প্রতীক্ষিত রুকন সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ১৯ অক্টোবর শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক রমজান আলী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী। ইতিমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।