এই দিনের ছড়া
টাকার জাজিম
সুবীর বসাক
টাকার জাজিম বানিয়ে পরে
ঘুমোন নেতা রাতে
টাকার ঘ্রাণে ঘুম যে নামে
নেতার আঁখিপাতে।
ঘুস বাবদ যে চাহিদা তার
নতুন টাকার নোট
পছন্দ তার আরও আছে
সোনার তৈরি বোট।
টাকার বান্ডিল বিছিয়ে পরে
জাজিম বানান তিনি
বড় দলের প্রবীণ নেতা
এক নামেতেই চিনি।
আশ তবুও মেটে না তার
করেন খামু খামু
সেই নেতার খোঁজ করতে
ঝালকাঠিতে যামু
নামটি নেতার …..।