প্রতিনিধি তাড়াইল : সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত তাড়াইল উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা। এছাড়াও উপজেলা প্রশাসনের সকল কার্যালয়ের প্রধান, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সরকারি-বেসরকারী ব্যাংকের কর্মকর্তা, সরকারি-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিকগণসহ নানান শ্রেণি পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন তার বক্তব্যে বলেন, সভায় উপস্থিত সবাই সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, তাই তাদের প্রতি কৃতজ্ঞতা পকাশ করছি। আপনাদের সকলের সহযোগিতায় সরকারের এই মহান উদ্যোগকে আরও সামনে এগিয়ে নিতে চাই। সামাজিক সুরক্ষার প্রেক্ষাপটে চিন্তা করলে এর চেয়ে ভাল সুরক্ষা সেবা নাই বললে চলে। দেশের এই পেনশন স্কিমটি সর্বজনীন। শেষ বয়সে আমার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই উদ্যোগ হাতে নিয়েছেন। এই বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার আহবান জানান তিনি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা বলেন, পেনশন স্কিম নাগরিকের সুরক্ষা নিশ্চিত করবে। আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠার জন্য এটির কোনো বিকল্প নেই। অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে ১৮-৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক এই পেনশন স্কিমে অংশ নিতে পারবে। তবে বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ নাগরিকগণ ১০ বছর নিরবিচ্ছিন্ন জমা প্রদান করলে পেনশন সুবিধা পাবেন।