স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, পৌরসভার সাবেক কমিশনার, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক বুলবুল (৬৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকালে গুরুতর অসুস্থ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকা স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছোট ভাই অ্যাড. হেলাল উদ্দিন জানিয়েছেন, আজ শুক্রবার বাদ জুম্মা আখড়া বাজার মদিনী মসজিদ প্রাঙ্গনে নামাজের জানাজা শেষে হয়বত নগর কবর স্থানে দাফন করা হবে। এমদাদুল হক বুলবুল এর মৃত্যুতে কিশোরগঞ্জ শহরে শোকের ছায়া নেমে এসেছে।
পত্রিকার সম্পাদকের শোক
কিশোরগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক বুলবুল এর মৃত্যুতে দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।