প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে ছোট আজলদীর সোনার বাংলা একতা যুব সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করেন।
পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়নের ছোট আজলদী উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক রাকিবুল আলম ছোটন।
তিনি বলেন, মাদককে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে। আমাদের নেতা আরাফাত রহমান কোকো একজন ভালো খেলোয়ড় ছিলেন। তার নামে যারা টুর্নামেন্টের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চন্ডিপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি মাজহারুল ইসলাম এংরাজ, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, নারান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শিমুল বিশ্বাস, ব্যবসায়ী আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন নারান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আজিজুল হক রুমেল।
বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। খেলায় রাসেল একাদশকে ০-১ গোলে পরাজিত করে ফয়সাল একাদশ।