স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হারেঞ্জা গ্রামের হেলালউদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুনকে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হত্যার দায়ে একই গ্রামের হাশিমউদ্দিনকে মৃত্যুদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং দুই সহোদর মোবারক হোসেন ও মোশাররফ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক গতকাল রবিবার (২০ অক্টোবর) বিকালে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত না মামলায় এই মামলায় অভিযুক্ত ১২ জনকে খালাস প্রদান করা হয়।
আদালতসূত্র ও মামলার বিবরণে প্রকাশ, ২০১৪ সালের ২৯ আগস্ট সকাল ১১টায় হেলালউদ্দিন বাড়ির পাশে নিজ বোরো জমিতে নিড়ানি দেওয়ার সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। ডাক-চিৎকার শুনে তার স্ত্রী সুফিয়া খাতুনসহ বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়।
একপর্যায়ে সুফিয়া খাতুনকে ছুরিকাঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী সুফিয়া খাতুনসহ আহত অন্যান্যদের হোসেনপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের স্বামী হোলালউদ্দিন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তশেষে ২০১৫ সালের ২০ আগস্ট এসআই মোহাম্মদ সোলায়মান ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি যজ্ঞেশ্বর রায় চৌধুরী এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইদ্রিস মিয়া ও অ্যাডভোকেট এম এনামুল হক।