স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : ভৈরবে মানবপাচারকারী চক্রের মূল হোতা জামাল মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র্যাব। তার বাড়ি ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামে। তাকে গতকাল রবিবার (২০ অক্টোবর) সকাল পৌণে ১০টার দিকে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
উক্ত ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলশ সুপার মো. নাজমুল ইসলাম জানান, জামাল মিয়ার নেতৃত্বে মাদকপাচারকারী চক্রটি দীর্ঘদিন ধরে বেকার যুবকদের ইতালি পাঠানোর কথা বলে ভৈরবের বিভিন্ন এলাকার লোকজনদের নিকট থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেয়।
পরে তাদেরকে ইতালি না পাঠিয়ে লিবিয়ার ক্রিপোলীতে পাঠিয়ে অপর মানবপাচারকারী চক্রের সদস্যদের নিকট বিক্রি করে দেয়। সেখানে ভিকটিমদের বন্দি করে মুক্তিপণ হিসেবে পুনরায় টাকা আদায় করা হয়। কেউ টাকা দিতে না চাইলে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়।
এ ব্যাপারে গত ৭ সেপ্টেম্বর মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ভৈরব থানায় দুটি মামলা দায়ের করা হয়। উক্ত দুটি মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার হওয়া জামাল মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে র্যাবসূত্র জানায়।