প্রতিনিধি, ভৈরব, মো: জামাল আহমেদ : কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের দাবিতে ৬ দিন যাবত প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে প্রেমিকা। পৌর শহরের চন্ডিবের উত্তর কান্দা পাড়া এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রেমিক নাদিম মিয়া (২৬) ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে। প্রেমিকা আফরিন বেগম (১৮) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মাইচপাড়া এলাকার আলমগীর মিয়ার মেয়ে।
এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে প্রেমিকা আসার খবরে প্রেমিক লাপাত্তা। এ বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হলে টনক নড়ে ভৈরব উপজেলা প্রশাসনের। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদয়ান আহমেদ রাফি ছুটে যান ঘটনাস্থলে। সহযোগিতায় ছিলে ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা।
এদিকে প্রেমিকের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি তার বাবা শাহজাহান মিয়াকে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রেমিকা আফরিনের বাবা আলমগীর মিয়া। এসময় আলমগীর মিয়া ইউএনওকে জানান, ছয়দিন যাবত বিয়ের আশ্বাস দিয়ে ঘুরাচ্ছেন ছেলের পরিবার। ছেলে কোথায় আছে এখনো কোন খোঁজ মিলছে না। তাই বিয়ে দিতে পারছেন না বলে দাবি নাদীমের পরিবারের।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদয়ান আহমেদ রাফি জানান, আজ (বুধবার) বেলা ১২টা পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছে নাদিমের পরিবার ও স্থানীয়দের। নির্ধারিত সময়ের মধ্যে নাদিমকে খোঁজে বের করে আফরিনের সাথে বিয়ে না দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জানা যায়, ১১ বছর যাবত নাদিমের সাথে আফরিনের সম্পর্ক। প্রথম দিকে মুঠোফোনে তাদের যোগাযোগ ছিলো। পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা একে অপরের সাথে নিয়মিত যোগাযোগ করে। ১৫ দিন যাবত নাদিমের সাথে আফরিনের সাথে কোন যোগাযোগ নেই।
গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে আফরিন বেগম ভৈরবে তার প্রেমিকের বাড়িতে চাচার ঘরে অবস্থান নেই। এ বিষয়ে নাদিমের সাথে একাধিকবার যোগাযোগ করতে চাইলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।