স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : ভৈরব পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. কাউসার মিয়াকে (৫০) গ্রেফতার করেছে ভৈরব র্যাব। গত সোমবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে ভৈরবের ঘোড়াকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম জানান, গত ১৯ জুলাই বিকালে ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় আলম সরকার বাদী হয়ে ঘটনার ১ মাস ৮ দিন পর ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন।
দায়েরকৃত মামলার তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান। উক্ত মামলার ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাবসূত্র জানায়।