এই দিনের ছড়া
মামলা দিবে ঠুকে
সুবীর বসাক
ভয় দেখিয়ে অর্থকড়ি
করছে তারা দাবি
সামনে নাকি মহাবিপদ
কী বিপদ তা ভাবি।
কী অপরাধ চাই জানতে
সাহস নিয়ে বুকে
জবাব আসে- বললে কিছু
মামলা দিবে ঠুকে।
দেশটাজুড়ে নতুন করে
এই ধান্দা শুরু
এই ভয়েতে সবার বুক
কাঁপছে দুরুদুরু।
বাঁচতে হলে এ পথ খোলা
নাই অন্য গতি
চাঁদা দিলেই মামলা থেকে
পাবে অব্যাহতি।