এই দিনের ছড়া
ইতিহাস ঘেঁটো না
সুবীর বসাক
মাথা আমার কাজ করে না
লাগে কেমন ফাঁপা
লিখতে গিয়ে কলম থামে
সব দিই যে চাপা।
কেমন যেন যাচ্ছি হয়ে
বোধবুদ্ধিহীন
স্মৃতিশক্তি হচ্ছে যেন
লুপ্ত প্রতিদিন।
মুক্তিযুদ্ধ ভুলে গেছি
ভুলি সাতই মার্চ
রিসেট বাটন টিপে দেবো
নতুন করে সার্চ।
অতীত নিয়ে কেউ করো না
আর তো ঘাঁটাঘাঁটি
উপর দিকে আকাশ দেখো
নিচের দিকে মাটি।