মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন

নিকলীতে ভেজাল সার-কীটনাশক বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫ লক্ষ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২০ Time View

প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ) আব্দুর রহমান রিপন : কিশোরগঞ্জের নিকলীতে বিষাক্ত কীটনাশক, ভেজাল সার মজুদ ও বিক্রির দায়ে মো: শফিকুল ইসলাম নামে এক ব্যাবসায়ীকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার সার ও কীটনাশক রাখার দুটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে নিকলী উপজেলার রোদার পুড্ডা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জানা যায় স্থানীয় সার ও কীটনাশক ব্যবসায়ী মো: শফিকুল ইসলাম বহুদিন ধরে অবৈধভাবে ভেজাল সার ও কীটনাশক মজুদ করে আসছেন এবং পরে তা চড়াদামে কৃষকদের কাছে বিক্রি করতেন। কৃষকদের অভিযোগের ভিত্তিতে কৃষি বিভাগের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মোছা: পাপিয়া আক্তার নিকলী উপজেলার রোদার পুড্ডা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এসময় ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলামের দুটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৮০০ বস্তা ভেজাল সার ও অনুমোদনহীন বিষাক্ত কীটনাশক ঔষধ জব্দ করা হয়। পরে তাকে ৫ লাখ টাকা জরিমানা সহ দুটি গুদামই সিলগালা করে দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, কৃষকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শফিকুল ইসলামের দুটি গুদামে ভেজাল সার ও বিষাক্ত কীটনাশক পাওয়া যায়। তিনি আরো বলেন উপস্থিত বিপুল জনতার সম্মুখে তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে ভেজাল পণ্য কিনে এনে তিনি নিজেই সার ও কীটনাশক তৈরি করতেন। এতে করে এক দিকে যেমন কৃষক প্রতারিত হতো অপরদিকে মাটির গুণাগুণ বিনষ্ট হয়ে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো: পাপিয়া আক্তার বলেন, লাইসেন্সবিহীন অবৈধ ভেজাল সার ও বিষাক্ত কীটনাশক বিক্রি ও মজুদ করায় তাকে ৫ লক্ষ টাকা জরিমানা ও তার দুটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty