প্রতিনিধি, পাকুন্দিয়া, আবু হানিফ : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গণ অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা সদরের বড়বাড়ি রোডের অস্থায়ী কার্যালয়ে গতকাল শনিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক নাসির উদ্দীন লিটন, কটিয়াদী উপজেলার গণ অধিকার পরিষদের আহবায়ক সৈয়দ আলিউজ্জামান মহসিন, পাকুন্দিয়া উপজেলা আহŸায়ক শহিদুল ইসলাম, সদস্য-সচিব মাহমুদুল হক সুমন, যুগ্ম-আহবায়ক আশিকুর রহমান মাহফুজ, জেলার গণ অধিকার পরিষদের সংগঠক হাসান আহমেদ রমজান, উপজেলা গণ অধিকার পরিষদের নেতা বাদল মিয়া, আবু বাক্কার, মামুন মিয়া, শামিম মিয়া, মো. রাসেল আহমেদ প্রমুখ।