স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলায় জড়িত থাকার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়ারেসুজ্জামান টুটুলকে (৪৭) গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার (২৫ অক্টোবর) রাতে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল নগুয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গত ৪ আগস্ট দুপুরে জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে দেশীয় অস্ত্র, ককটেল, পেট্রোল বোমা ইত্যাদি নিয়ে হামলার ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম আমিনুল ইসলাম। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।