স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর বিকালে করিমগঞ্জ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণ-সমাবেশ প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।
গণ-সমাবেশর প্রধান অতিথি পীর চরমোনাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য জণগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাশে থাকার আহ্বান জানান।
ইসলামী আন্দোলন করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী হাবিবুল্লাহ হাবিব সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এ.বি.এম ইমদাদুল্লাহ, সেক্রেটারি, মুহাম্মদ রুকন উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা প্রভাষক মুহাম্মাদ মুস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, নির্বাহী সদস্য মাওলানা মাহমুদুর রহমান মাহমুদ,
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমাদ, উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মোশাহিদুজ্জামান হাবিবী, ইমাম উলামা পরিষদ সভাপতি হাফেজ মাওলানা মোবারক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ওয়ালীউল্লাহ, ইসলামী আন্দোলন উপজেলার উপদেষ্টা মাওলানা মুফতি নাছির উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক, হাফেজ মাওলানা রবিউল আউয়াল,
পৌর কমিটির সভাপত মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ আক্কাস, ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান মাহমুদ ইসলামী, ছাত্র আন্দোলন সভাপতি মুহাম্মাদ উবায়দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি ব্যবস্হাপনায় ছিলেন উপজেলা প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মুহাম্মাদ মাজহারুল ইসলাম।