স্টাফ রিপোর্টার ঃ সাহিত্য সংস্কৃতি সংগঠন জেগে ওঠো নরসুন্দার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কবি আব্দুল হান্নানের স্ত্রী জোসনা বেগম (৮০) গত বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার একটি ক্লিনিকে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে … রাজিউন। মৃত্যুকালে ৪ ছেলে, ২ মেয়ে, নাত-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুত্রে জানা যায, অসুস্থ্য থাকার কারণে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। সেখানে দুই দিন চিকিৎসা নেওয়ার গত বৃহস্পতিবার তিনি মারা যান। গতকাল শুক্রবার সকাল ১০টায় কালটিয়ার নিজ গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শোক প্রকাশ
সাহিত্য সংস্কৃতি সংগঠন জেগে ওঠো নরসুন্দার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কবি আব্দুল হান্নানের স্ত্রী জোসনা বেগমের মৃত্যুতে সংগঠনের প্রধান পৃষ্টপোষক দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ ও নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আবুল কাশেম গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও শোক জানিয়েছেন সাবেক সমবায় অফিসার কবি আবুল এহসান অপু, বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, করিমগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান কবি ও সমালোচক অধ্যাপক শাহজাহান শাজু, বাবুল রেজা, শামসুল আলম শাহীন, কবি ও ছড়াকার আসাদুজ্জামান আসাদ, ছড়াকার শাহজাহান কবীরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।